# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৮৯৫) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হয়েছেন দীন ইসলাম উজ্জ্বল। তিন হাজার ৯৩৬ জন ভোটারের মধ্যে হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ২৫৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন এক হাজার ২১৫ ভোট। সাধারণ সম্পাদক দীন ইসলাম উজ্জ্বল পেয়েছেন ৯০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পেয়েছেন ৮৫৯ ভোট। সভাপতি পদে চারজন, আর সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী ছিলেন।
শনিবার শহরের একরামপুর এলাকায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৫৪ জন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি রোববার ভোরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।