# নিজস্ব প্রতিবেদক :-
শুক্রবারের ভূমিকম্পে নরসিংদীতে ইট আর ভেঙে পড়া সানশেডের আঘাতে মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তাঁর ছেলে আলতাহফিম হোসেন ওমর (১০)। তারা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নিজ গ্রামের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে চোখের জলে তাদের অন্তিম শয্যায় শায়িত করা হয়েছে। এসময় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছিল। বাড়িতে চলছিল শোকের মাতম। শুক্রবার উজ্জ্বলের স্ত্রী লুৎফা বেগম গ্রামের বাড়িতে ছিলেন। তবে তাঁর দুই মেয়ে তাসফিয়া হোসেন উষা (১৭) ও সুরাইবিয়া হোসেন তোফা (১৪) একই ঘটনায় আহত হয়ে নরসিংদী সদর হাসপাতলে চিকিৎসা নিয়েছে। কিছুটা সুস্থ হয়ে তারাও এখন বাড়িতে। তবে সকালে বাড়িতে লাশ এনে প্রথম তাদের মৃত্যু সংবাদ জানানো হয় এবং লাশ দেখানো হয়। এসময় তারা বিলাপ করে কাঁদছিল। কোন শান্তনাই মানছিল না। তাদের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি চলে আসে।
পিতা-পুত্রের জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তবে উজ্জ্বল নরসিংদীতে বিটিএমসির অধীনে ইউএমসি জুট মিলসে ১০ বছর ধরে উচ্চমান সহকারী পদে চাকরি করছিলেন। ফলে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকায় ভাড়া বাসায় চার বছর আগে স্ত্রী-সন্তানদের নিয়ে গিয়েছিলেন। সেখানকার একটি মাদ্রসায় ছেলে ওমর হাফিজি পড়তো। ফলে সেই মাদ্রাসার মাঠে শুক্রবার রাতে পিতা-পুত্রের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন উজ্জ্বলের ছোটভাই ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন সেতু। রাত আড়াইটার সময় ফ্রিজিং গাড়িতে করে তাদের মরদেহ আনা হয় গ্রামের বাড়িতে।
গ্রামের জানাজায় ইমামতি করেন উজ্জ্বলের চাচাত ভাই একই ওয়ার্ডের নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আসাদ মিয়া। জানাজায় অংশ নেন পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী আদালতের পিপি জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, বিটিএমসির জিএম এমএ হান্নান, উজ্জ্বলের ছোটভাই আনোয়ার হোসেন সেতুসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, দুর্ঘটনার পর থেকেই তিনি নরসিংদীর জেলা প্রশাসকসহ সেখানকার সকল প্রশাসনিক পর্যায়ে চিকিৎসা থেকে শুরু করে মরদেহ বাড়িতে আনাসহ যাবতীয় বিষয়ে যোগাযোগ রক্ষা করেছেন। বিটিএমসির জিএম এমএ হান্নান বলেন, উজ্জ্বল অত্যন্ত নিষ্ঠাবান, পরিশ্রমী এবং সৎ ছিলেন। তাঁর বিষয়ে কেউ কখনও অভিযোগ করেনি। এই সময়ে উজ্জ্বলের মত এমন কর্মী পাওয়া কঠিন। উজ্জ্বলের চাচাত ভাই মাহবুবুল হক রানা ডাটা এন্ট্রি পদে চাকরি করেন অর্থ মন্ত্রণালয়ে। তিনি জানান, দোলোয়ার হোসেন উজ্জ্বল ভূমিকম্পের সময় বাঁচার জন্য বাসা থেকে বেরিয়েছিলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এমন সময় পাশের বাসার ওপর থেকে অনেকগুলি ইট এসে পড়ে উজ্জ্বলের বাসার সানশেডে। ফলে ভাঙা সানশেড আর ইটের আঘাতেই এরা সবাই আহত হন। তবে ঢাকায় থাকার সুবাদে উজ্জ্বল ও ছেলে ওমরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তিসহ চিকিৎসার যাবতীয় বিষয় রানা তদারকি করেছেন। সারাক্ষণ হাসপাতালেই ছিলেন। ওমরকে হাসপাতালে নেওয়ার আগেই মারা গিয়েছিল। তবে উজ্জ্বলকে আইসিইউতে রেখে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। তাঁর মস্তিষ্ক থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক জানান, উজ্জ্বলকে আর বাঁচানো গেল না, তিনি মারা গেছেন। খবরটা শুনেই রানা ভেঙে পড়েন। কিন্তু কিছুই তো আর করার নেই। এরপর প্রস্তুতি নেন বাবা-ছেলের লাশ বাড়ি নেওয়ার। প্রথমে নেওয়া হয় নরসিংদীতে। সেখানে রাতে প্রথম জানাজা পড়ার পর রাত আড়াইটার দিকে নিয়ে আসেন গ্রামের বাড়িতে।
উজ্জ্বলের স্ত্রী লুৎফা বেগমের বড়ভাই নারান্দি ইউনিয়নের সাবেক মেম্বার মজলু মিয়া জানান, দুর্ঘটনার পর পরই সেখান থেকে এক মহিলা তাকে ফোন করে খবরটি দেন। এরপরই তারা সেখানে ছুটে যান। কিন্তু সব শেষ হয়ে গেল। তাঁর বোন কী করে এই শোক সইবেন। যত কঠিনই হোক, দু’টি মেয়েকে নিয়ে এখন বাকি জীবন তাঁর পাড়ি দিতে হবে। উজ্জ্বলের ছোটভাই আনোয়ার হোসেন সেতু, প্রতিবেশি তারিকুল হাসান শাহীন, জাকির হোসেনসহ অনেকেই বলেন, উজ্জ্বল অত্যন্ত ভদ্র, ধার্মিক এবং দানশীল ব্যক্তি ছিলেন। কোনদিন কারও সাথে মলিন মুখে কথা বলেননি। তাকে এলাকাবাসী কোনদিন ভুলতে পারবে না।
গতকাল ভোরবেলা থেকেই পারিবারিক গোরস্থানে জোড়া কবর খনন করে রাখা হয়েছিল। জানাজা শেষে পিতা-পুত্রের কফিন এলাকাবাসী কাঁধে করে নিয়ে যান উজ্জ্বলদের বাড়ির উঠানে। সেখানে উজ্জ্বলের মা, স্ত্রী ও দুই মেয়েসহ স্বজনদের শেষবারের মত দেখানো হয়। এসময় তারা বিলাপ করে কাঁদছিলেন। কেউ তাদের শান্ত করতে পারছিলেন না। মাঝে মাঝে মুর্ছা যাচ্ছিলেন। উজ্জ্বলের বাবা আব্দুল আজিজ বেঁচে নেই, মারা গেছেন চার বছর আগে।