• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

জিবি সভাপতির বিরুদ্ধে শিক্ষকদের লিখিত অভিযোগ

জিবি সভাপতির বিরুদ্ধে
শিক্ষকদের লিখিত অভিযোগ

# নিজস্ব প্রতিবেদক :-
একটি বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি বিএনপি নেতা আশফাক চৌধুরী শিক্ষকদের সাথে নারী কেলেংকারি ও শারীরিক আঘাতের হুমকিসহ চরম দুর্ব্যবহার করেছেন। শিক্ষকরা তাঁর কোন অন্যায় আবদারে সম্মতি না দিলে তুই তুখারি করতেন, নানা রকম হুমকি দিতেন বলেও জানা গেছে। এসব কারণে সভাপতির বিরুদ্ধে শিক্ষকরা ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। যদিও এখন ইউএনও বিদ্যালয়ের সভাপতি। তবে অভিযোগটি দেওয়ার সময় আশফাক চৌধুরী সভাপতির দায়িত্বে ছিলেন।
আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা আক্তার, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মাহবুবা খানম ও মো. মফিজুল ইসলামসহ বিদ্যালয়ের ১১ জন শিক্ষক যৌথ স্বাক্ষরে ১৬ নভেম্বর অভিযোগটি দিয়েছেন। তাঁরা সভাপতির ক্ষমতার অপব্যবহারের প্রতিকার চেয়েছেন। সভাপতি আশফাক চৌধুরী বিএনপি করেন বলেই তাকে সভাপতি করা হয়েছিল। আর সেই কারণেই তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে লেখা হয়েছে, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আশফাক চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষকদের প্রতি অমানবিক আচরণ, হুমকি, অপমান, মানসিক নির্যাতন ও ক্ষমতার অপব্যবহার করে আসছেন। এমনকি নারী কেলেংকারিসহ শারীরিক আঘাতের হুমকিও দিয়ে আসছেন। সভাপতির কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে শিক্ষকরা অনুরোধ জানিয়েছেন।
অষ্টগ্রামের নাফিজা আক্তার নামে এক শিক্ষককে এনটিআরসির মাধ্যমে সরকার প্রায় তিন মাস আগে এই স্কুলে নিয়োগ দিলেও সভাপতি যোগদানপত্রে স্বাক্ষর করেননি বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা আক্তার সভাপতি আশফাক চৌধুরীর বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি নাফিজা আক্তারের নিয়োগ বিষয়ে বলেন, এডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ১৮ আগস্ট। ফলে নাফিজা আক্তারকে আয়শা আক্তার নিয়োগপত্র দিয়েছিলেন ২৭ আগস্ট। আর নাফিজা আক্তার বিদ্যালয়ে যোগদান করেছিলেন ১ সেপ্টেম্বর। কিন্তু সরকার গভর্নিং বডির স্থায়ী কমিটি করার প্রয়োজনে ৮ সেপ্টেম্বর পরিপত্র জারি করে আগের এডহক কমিটি বহাল রাখে। ফলে সভাপতির দায়িত্ব পেয়েই আশফাক চৌধুরি নাফিজার নিয়োগের বিষয়ে আপত্তি জানাতে থাকেন। তবে এখন যেহেতু ইউএনওকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে স্টাফ রেজুলেশন করে নাফিজার নিয়োগের প্রস্তাবটি জেলা শিক্ষা অফিসে এ মাসেই পাঠাবেন বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা আক্তার।
এডহক কমিটির সাবেক সভাপতি আশফাক চৌধুরীকে শিক্ষকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। আর নাফিজা আক্তারের নিয়োগ বিষয়ে বলেন, তাঁর নিয়োগের বিষয়ে তিনি বাধা দেননি। নাফিজার সাথে তেমন দেখাও হয়নি। তিনি বিএনপি করলেও কোন পদে নেই বলে জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলার জন্য নাফিজা আক্তারকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
অষ্টগ্রামের ইউএনও মোছা. দিলশাদ জাহানকে ফোন করলে তিনি শিক্ষকদের লিখিত অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেন, এখন আর আগের সভাপতি নেই, এখন আমি সভাপতি। এই মর্মে সরকারি পরিপত্র এসেছে। তবে শিক্ষকদের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখবো। আর এনটিআরসি যেহেতু নাফিজা আক্তারকে নিয়োগ দিয়েছে, তাঁকে নিয়োগ দিতেই হবে। এ ব্যাপারে অন্য কিছু ভাববার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *