# অষ্টগ্রাম প্রতিনিধি :-
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ ১ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের তিন্নি টেলিকম নামের দোকানের তালা ভেঙে প্রায় লাখ টাকার বেশি মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিন্নি টেলিকম এর স্বত্ত্বাধিকারী আকাশ আহমেদ ডালিম। এর আগে গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী প্রদীপের ওপর হামলা চালিয়ে চোখে মরিচের গুঁড়ো নিক্ষেপ করে প্রায় আট লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেয় একদল সন্ত্রাসী। টানা এমন ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের অভিযোগ, অষ্টগ্রাম সদর ইউনিয়ন, জিরো পয়েন্ট ও আশপাশের হাটবাজারগুলোতে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চোর ও ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে। বাড়ি ফেরার পথে কিংবা জরুরি প্রয়োজনে বাইরে গেলে সাধারণ মানুষই তাদের টার্গেটে পরিণত হচ্ছেন। মোবাইল ফোন, টাকা-পয়সা, গয়না থেকে শুরু করে মোটরসাইকেল পর্যন্ত কিছুই রেহাই পাচ্ছে না।
অনেক ভুক্তভোগী ভয় কিংবা সামাজিক চাপে থানায় অভিযোগ করতে সাহস পান না। আবার কেউ কেউ স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ সচেতন মহলের। তারা জানান, মাদকসেবী ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র এসব অপরাধে জড়িত। তাদের প্রভাব বিস্তার রয়েছে প্রায় প্রতিটি গ্রামেই।
শুধু সদর নয়, উপজেলার কাস্তুল, দেওঘর, বাঙালপাড়া, পূর্ব অষ্টগ্রাম, কলমা, আদমপুর ও আবদুল্লাহপুর ইউনিয়নেও একই চিত্র দেখা যাচ্ছে। ফলে বাজার থেকে শুরু করে গ্রামীণ জনপদও অরক্ষিত হয়ে পড়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, মাঝে মধ্যে পুলিশি টহল থাকলেও তা যথেষ্ট নয়। অপরাধীরা ধরা পড়লেও অল্প সময়ের মধ্যেই জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।
অষ্টগ্রাম সদর ইউনিয়নের সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, চুরি-ছিনতাই বন্ধ করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে নিয়মিত পাহারার ব্যবস্থা নিচ্ছি। তবে অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পুলিশি উদ্যোগ এখন সময়ের দাবি।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, অপরাধ দমনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রতিটি ঘটনায় আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। চুরি ও ছিনতাই রোধে টহল আরও বাড়ানো হবে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা ছাড়া এ ধরনের অপরাধ প্রতিরোধ সম্ভব নয়। আমরা চাই জনগণ যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ করুন। অষ্টগ্রামকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।
সচেতন মহলের মতে, রাত্রীকালীন পাহারা, নিয়মিত টহল, এবং স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ছাড়া চুরি ও ছিনতাই রোধ সম্ভব নয়। ব্যবসায়ী নেতাদের আশঙ্কা—এভাবে চলতে থাকলে শুধু মানুষের নিরাপত্তাই নয়, স্থানীয় অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।