# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের নরসুন্দা পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন করতে গিয়ে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ডাকসু এবং জাকসুতে যে ধরনের নির্বাচন উপহার দেওয়া হয়েছে, তা শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে জামায়াতে প্রভাব রয়েছে। জাহাঙ্গীর নগরে ছাত্রদলসহ কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন করেছে। তবে আগামী জাতীয় নির্বাচনে জনগণ ও বিএনপির নেতা-কর্মীরা সতর্ক থাকলে এসব কারসাজি করার সাহস পাবে না।
১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে জেলা শহরের বড়বাজার সেতুর নীচে নরসুন্দায় জমে থাকা আবর্জনার স্তুপ অপসারণ কর্মসূচীর মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সহ-সভাপতি রেজাউল কবীর পল। নেতৃবৃন্দ এসকেভেটর মেশিনে উঠে ময়লা তুলে ট্রাক্টর দিয়ে অপসারণের কাজ উদ্বোধন করেন। এসময় মোনায়েম মুন্না আরও বলেন, আওয়ামী লীগ আমলে নরসুন্দা খনন করা হলেও নদীকে বাস্তবে খালে পরিণত করা হয়েছে। এরপরও নদীতে অনবরত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এটা পরিষ্কার করার দায়িত্ব ছিল সাবেক পৌর মেয়রের। কিন্তু এরা দুর্নীতি আর লুটপাট করেছে। আবর্জনা পরিষ্কার করেনি। যে কারণে নদীটি খাল থেকে সরু খালে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আজ এখানে ফটোসেশন করতে আসিনি। আমরা সত্যিকার অর্থেই নরসুন্দাকে পরিচ্ছন্ন নদী দেখতে চাই, পরিচ্ছন্ন নদীতে পরিণত করতে চাই। এর জন্য সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে কাজ করতে হবে।’ পরিচ্ছন্নতা কর্মসূচীতে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।