# এম.আর রুবেল :-
ভৈরবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী আসমত সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটিতে সানি তালুকদারকে সভাপতি ও মেহেদী হাসান জিন্নাহকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।
ওই কমিটিতে আখতারুজ্জামান আকাশকে সিনিয়র সহ-সভাপতি, মো. অনন্ত মিয়াকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও হান্নান আহমেদ হিমুকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
গত ৩ মে শনিবার কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন ওই কমিটির লিখিত অনুমোদনপত্রে স্বাক্ষর করেন এবং ৫ সদস্যের এ কমিটিকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের দপ্তরে নির্দেশ দেয় জেলা কমিটি।
নতুন এ কমিটির সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ ফরহাদ।