# নিজস্ব প্রতিবেদক :-
ইসলাহুল মুসলিমীন বাংলাদেশের চেয়ারম্যান কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগার ইমাম মুফতি মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের তিনদিন ব্যাপী বার্ষিক এসলাহুল এজতেমা বাতিল করা হয়েছে। তাড়াইল উপজেলার নিজ এলাকা জাওয়ার ইউনিয়নের ইছাশুর মাদ্রাসা মাঠে আগামীকাল শুক্রবার সকাল থেকে রোববার পর্যন্ত এই এজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংগঠনের সমন্বয়ক আবু তাহের জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি বুধবার তাড়াইল থানা থেকে এজতেমা না করার জন্য বলা হয়েছে। তবে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান জানিয়েছেন, সার্বিক অবস্থা বিবেচনা করে আয়োজকরাই এজতেমা বাতিলের কথা তাঁকে জানিয়েছেন।
ফরিদ উদ্দীন মাসউদ একজন আওয়ামী আলেম হিসেবে পরিচিত। ফলে দেশের আলেম সমাজের একটি অংশ অনেক আগে থেকেই তাঁর কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছিলেন। ইসলাহুল মুসলিমীন বাংলাদেশের সমন্বয়ক আবু তাহের জানান, এই এজতেমা উপলক্ষে প্রতি বছর এলাকায় কিছু অনুদান এবং সংগঠনের খরচে এলাকার বেশ কিছু গরিব বর-কনের বিয়ের আয়োজন করা হয়ে থাকে। এবারও এলাকায় দুই হাজার কম্বল, ৪০টি সেলাই মেশিন, ১০টি নলকূপ এবং ২৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ইমাম ফরিদ উদ্দীন মাসউদকে হত্যার উদ্দেশ্যে ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের জামাতের আগে শোলাকিয়া ঈদগার অদূরে জঙ্গিরা হামলা চালিয়েছিল। সেদিন দু’জন পুলিশ সদস্য, একজন গৃহবধূ ও এক জঙ্গি নিহত হয়েছিলেন। সেই মামলা এখন সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।