# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে অপারেশন ডেভিল হান্টের আওতায় কৃষক লীগ নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া হেভেন ও আওয়ামী লীগ কর্মী হুমায়ুন কবীর।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানিয়েছেন, বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় গত ৯ সেপ্টেম্বর সদর থানায় দায়ের করা মামলার আসামি হেভেনকে বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার অষ্টবর্গ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সদর উপজেলার বৌলাই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী হুমায়ুন কবীরকেও গ্রেপ্তার করা হয়েছে। উভয়কে থানার পক্ষ থেকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।