# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন সারের ডিলারের দোকান ও বাজারের দ্রব্যমূল্যের দাম যাচাই করার জন্য অভিযানসহ মনিটরিং পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, স্যানিটারী ইন্সপেক্টর নাহিদ সুলতানা ও থানা পুলিশ সদস্যসহ অন্যান্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় সারের ডিলারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও বাজারে বিভিন্ন দোকানে গিয়ে বাজার মনিটরিং করা হয়। মাংসের দোকান, মুদির দোকান, পোলট্রি ও কাঁচা বাজারে দ্রব্যমূল্যের দাম যাচাই করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা।
হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।