• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বাংলা-ভারত মৈত্রী সাংস্কৃতিক সন্ধ্যা

কিশোরগঞ্জে বাংলা-ভারত
মৈত্রী সাংস্কৃতিক সন্ধ্যা

 মোস্তফা কামাল :

মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসন, সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশন ও ঢাকার ইন্দিরা গান্ধী কারচারাল সেন্টারের উদ্যোগে বাংলা-ভারত মৈত্রী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন, সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি গিরিশ পূজারি। সাংস্কৃতিক সন্ধ্যায় মানস করের নির্দেশনায় একতা নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে গীতি নৃত্যনাট্য ‘মহুয়া সুন্দরী’। এছাড়াও নাচ, দেশাত্মবোধক গান, জারিগান, লোকগান, বাংলা-হিন্দি ফিউশন গান, মুকাভিনয়, জাদু ও লাঠিখেলা প্রদর্শন করা হয়। জাদুশিল্পী দীপু দু’টি শূন্য ফ্রেমে জাদুর ভেলকিতে স্থাপন করেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের স্থপতি মহাত্মা গান্ধীর প্রতিকৃতি। জাদুর মাধ্যমে দু’দেশের জাতীয় পতাকা তৈরি করে দু’টি জাতীয় সঙ্গীত পরিবেশনার সঙ্গে সেগুলি দুলিয়ে দুলিয়ে প্রদর্শন করেন। জাদুশিল্পীর পরিবেশনা সবাইকে বিমোহিত করে। অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক দর্শক-স্রোতার উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথি গিরিশ পূজারি, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বক্তব্য রাখেন। গিরিশ পূজারি তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং কিশোরগঞ্জবাসীর আতিথেয়তা ও সাংস্কৃতিক সন্ধ্যার ভুয়সি প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *