• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার পাকুন্দিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে বসতবাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হোসেনপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেপ্তার বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার ভৈরবে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভারতের আগরতলা অভিমুখে লংমার্চে অংশ হিসেবে ভৈরবে পথ সভা শেষে ফের যাত্রা শুরু আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ হোসেনপুরে সাড়া ফেলেছে আদর্শ বীজতলা

ভৈরবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ নভেম্বর বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন-এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আজহার উল আলম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজির মাহমুদ প্রমুখ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ ছাড়াও ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও উপজেলা ভোক্তা অধিকার কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ভৈরব শহর ও ইউনিয়নের সকল নাগরিককে অবহিতকরণের বিষয় জোর দেওয়ার আহ্বান জানান। প্রতিটি মানুষের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। অনুষ্ঠানে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুবিধা ও ভোক্তা যেসব বিষয়ে আইনের সহায়তা নিতে পারবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আমাদের যার যার অবস্থানে থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ভোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ীদের সচেতন করতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা যেন ভোক্তাদের সাথে কোন রকম প্রতারণা না করতে পারে। যে কোনো প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা যাবে। ভোক্তারা কোন ভাবে প্রতারিত হলে ভোক্তা বা ক্রেতা ২০০৯ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহায়তা নিতে পারবেন।
এসময় সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দ নিয়মিত ভৈরবের বাজারগুলোতে তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ভোক্তাদের অধিকার রক্ষার অনুরোধ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *