# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস টেস্টসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে নবীনগর উপজেলার যুবদলের নেতাকর্মীরা।
আজ ২৭ অক্টোবর রোববার দুপুরে উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে দেখা যায়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী। ইব্রাহীমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আজ্জম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহামুদ, আতিক হাসান, আলতাফ মাহামুদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আলমির সরকার ও রক্ত কনিকা বাংলাদেশ।