• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরের ১১ ইউনিয়নে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ভৈরবে ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড পাকুন্দিয়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে স্টেশনে, যাত্রীদের চরম দুর্ভোগ করিমগঞ্জ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মা-বাবাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের সাজা টিকটকে আসক্ত কিশোরীকে মোবাইল টিপতে মা বাধা দেয়ায় ফাঁসিতে আত্মহত্যা রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ বিরাজ করছে উত্তেজনা

ভৈরবে পূজা মণ্ডপ গুলো নিয়মিত পরিদর্শনে সেনাবাহিনী

# মিলাদ হোসেন অপু :-
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় শৃঙ্খলা রক্ষায় নিয়মিত পরিদর্শন করছেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন। আজ ১২ অক্টোবর শনিবার তৃতীয় দিনে নবমীতে ভৈরব শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম, ভৈরব পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী চন্দন কুমার পাল ও সাধারণ সম্পাদক স্বপন দেবনাথসহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৯ অক্টোবর বুধবার ষষ্ঠীবিহিত পূজার মাধ্যমে শুরু হয় ৫ দিনব্যাপী বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।
মণ্ডপ পরিদর্শন সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় তিনি বলেন, ভৈরবের সকল মণ্ডপে শান্তিপূর্ণ ভাবেই পূজা উদযাপন করা হচ্ছে। পূজায় যে কোন বিশৃঙ্খলা এড়াতে ভৈরব সেনা ক্যাম্পের সদস্যরা সোচ্চার রয়েছে। ভৈরব প্রশাসনের নজরদারি জোরধার করা হয়েছে। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনা করেন তিনি৷
আলোচনা শেষে মণ্ডপগুলোতে ঘুরে পুরোহিতদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন লে. কর্ণেল ফারহানা আফরিন।
পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, এ বছর ভৈরব উপজেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মোট ১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় এ বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ও আনসার বাহিনীর লোকের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছে। এমনকি সেনাবাহিনীর সদস্যরাও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন।
উল্লেখ্য, ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে ও ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *