# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন নেতারা। ১০ অক্টোবর বৃহস্পতিবার ভৈরব পৌর শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পরিদর্শন শেষ এক আলোচনা সভায় নেতারা হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সর্বাত্মক সহযোগীতার কথা বলেন।
আলোচনা সভায় শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পূজা মণ্ডপ এর সভাপতি শ্রী দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
ভৈরব পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী চন্দন কুমার পালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, ভৈরব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, জিল্লুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, উপজেলা ছাত্রদল আহবায়ক রেজুয়ান উল্লাহ প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ধর্মের প্রতিটি উৎসব শান্তিপূর্ণভাবে ভাবে পালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশে আওয়ামী লীগ, যুবলীগসহ তাদের নেতাকর্মীরা যেন কোন ভাবে পূজার উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে কোন তাণ্ডব চালাতে না পারে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলমের নির্দেশে ভৈরবের প্রতিটি মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে দেশবাসীর শান্তি কামনা করেন বক্তারা।