• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতার লিজ নেয়া জলমহাল বিএনপি নেতার দখলের অভিযোগ ভৈরবে যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্চু গ্রেপ্তার ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনার মূল্য বৃদ্ধিতে বিক্রি হ্রাস আশঙ্কাজনক বিক্রি বেড়েছে বিকল্পের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক নির্বাচনী রোডম্যাপের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মিছিল

ভৈরবে আলমা ফিড এর আয়োজনে পার্টনাস মিট অনুষ্ঠিত

# আফছার হোসেন তূর্জা :-
ভৈরবে আলমা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর আয়োজনে কোম্পানীর ডিলারদের নিয়ে পার্টনাস মিট অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে ভৈরব পৌর শহরের মেহেদী কমিউনিটি সেন্টারে এর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলমা ফিড কোম্পানির নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ডিলাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলমা গ্রুপ লিমিটেড এর চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, আলমা ফিড ইন্ডাস্ট্রিজের সিও এমএ মালেক, আলমা ফিড ইন্ডাস্ট্রিজের এডভাইজার আরশাদুল কবির, চিফ নিউট্রিশন অফিসার ডা. আফাজুর রহমান, কনসালটেন্ট মাহবুব আলম খান, ফ্যাক্টরির উপ-মহাব্যবস্থাপক হুমায়ুন কবির রতন, বিক্রয় ও বিপণনের উপ-মহাব্যবস্থাপক ডা. কাওছার আহমেদ ও বিক্রয় ও বিপণনের সেন্টাল রিজিওন সহকারী উপ-মহাব্যবস্থাপক শাহ মো. আলী আজাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আলমা ফিড লিমিটেড বাজারের যে কইটি সেরা ফিড রয়েছে তাদের চেয়ে ভালো ও মানসম্পন্ন ফিড তৈরি সর্বাধিক কাজ করে যাচ্ছে। এছাড়া বাজারের যে সকল ফিড রয়েছে তার চেয়ে আলমা ফিডের গুণগত মান আরো উন্নত করারও কাজ করা হচ্ছে যাতে করে এই ফিড এক সময় সকল খামারীদের যেন একমাত্র আস্থার প্রতীক হয়ে দাঁড়ায়। তাই এই ফিডের মান আরো উন্নত করার লক্ষ্যে কোম্পানীসহ সকল কর্মকর্তাগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর পাশাপাশি ফিডের বাজারজাতকরণে পরিবেশকদেরও আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়া কোম্পানীর উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত বর্ণনা দেন ও এ সেক্টরে খামারী-পরিবেশকদের করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন এবং লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশকদের সহযোগিতাও কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *