• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতার লিজ নেয়া জলমহাল বিএনপি নেতার দখলের অভিযোগ ভৈরবে যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্চু গ্রেপ্তার ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনার মূল্য বৃদ্ধিতে বিক্রি হ্রাস আশঙ্কাজনক বিক্রি বেড়েছে বিকল্পের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক নির্বাচনী রোডম্যাপের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মিছিল

বেলাবতে সাপে কাটা রোগীকে ৪০ মিনিট বসিয়ে রাখার অভিযোগ কর্তৃপক্ষ বলছে অভজারভেশন

# আলমগীর পাঠান :-
বেলাব উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে সাপে কাটা এক রোগীকে চিকিৎসা না দিয়ে ৪০ মিনিট বসিয়ে রাখার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। এসময় হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয় সাপে কাটা রোগীর অ্যান্টিভেনম ইনজেকশনও নাকি নাই তাদের কাছে। এরকম অবস্থায় কাউকে কিছু না বলে রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায় রোগীর স্বজনরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সাড়ে রাত ৮টার দিকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীর নাম তারা মিয়া। সে বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের
মমতাজ উদ্দীনের ছেলে।
ঘটনার দিন রাতে বাড়ির পাশে হাঁটতে গেলে তাকে সাপে দংশন করে। তবে ওইদিন জরুরী বিভাগের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার ডাক্তার ফাহমিদা জলি রোগীর স্বজনদের যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন সাপে কাঁটা ওই রোগীকে কিছু মানুষ হাসপাতালে নিয়ে আসে। তখন আমি জরুরী বিভাগের দায়িত্বে ছিলাম। এসময় আমি রোগীকে ভর্তি করে ৪০ মিনিটের জন্য অবজারভেশনে রাখি। হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশান নাই এরকম কথা আমাদের মধ্যে কে বলেছে আমার জনা নেই। তবে আমি বলিনি। এদিকে হঠাৎ করেই রোগীর স্বজনরা আমাদের কিছু না জানিয়ে রোগী নিয়ে চলে যায়। এসময় তিনি ভর্তি রেজিস্টারে নাম লিপিবদ্ধকরণ ও ভর্তি ফরম দেখান সাংবাদিকদের। এদিকে সাপে কাঁটা উক্ত রোগীর চিকিৎসায় গাফিলতি ও হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশান নাই কেন এসব কারণ জানতে ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে রোগীর স্বজনরা প্রায় অর্ধশতাধিক মানুষ নিয়ে হাসপাতালে আসে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীও আসে তাদের সাথে। এসময় তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন, দায়িত্ব পালনে অবহেলা চিকিৎসায় গাফিলতি ও হাাসপাতালে সাপে কাঁটা রোগীর অ্যান্টিভেনম ইনজেকশান থাকার পরও না দেয়ার কারণ জানতে চায়। বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুদিন আগে মাত্র দুজন সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম ইনজেকশন দেয়ার মত ডোজ আনা হয়। সাপে কামড়ানোর পর একজন রোগীকে ১০টি করে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে হয়। ১০টি ডায়াল মিলে একটি ডোজ হয়ে থাকে। জেলা সিভিল সার্জন থেকে সরবরাহ করা এই অ্যান্টিভেনাম প্রয়োজনের তুলনায় অনেক কম আসে বলে মনে করেন হাসপাতালের চিকিৎসকরা ও সাধারণ মানুষ। কয়েক লাখ জনসংখ্যার জন্য এই উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এত বৃহৎ জনগোষ্ঠির জন্য সাপে কামড়ানোর অ্যান্টিভেনম মাত্র দুজন রোগীর জন্য থাকায় ক্ষোভ প্রকাশ করেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।
বাজনাব গার্লস স্কুলের সহকারী শিক্ষক ও সাপে কাটা রোগী তারা মিয়ার নিকট আত্মীয় কবিরুল হাসান বলেন, সাপে কাটা রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসলে তারা ৪০ মিনিট অপেক্ষা করতে বলেন। এসময় তারা কোন চিকিৎসা দেয়নি। দীর্ঘসময় চিকিৎসকদের তৎপরতা না দেখে আমরা আরো আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি।
মেডিক্যাল অফিসার ডাক্তার ফাহমিদা জলি বলেন, আমি ওই রোগীকে দেখেছি। তার পাঁ বাধা ছিল সেটা একটু লুস করেও দিয়েছি। পরে রোগীকে ভর্তি দেই। ভর্তি দিয়ে রোগীকে অবজারভেশনে রেখেছিলাম কিন্তু তারা কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে চলে যায়।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন বলেন, নিয়ম অনুযায়ী ৪০ মিনিট সাপে কাটা রোগীকে অবজারভেশনে রাখতে হয়। এসময়ের মধ্যে যদি কোন সিমটম দেখা দেয় তাহলে অ্যান্টিভেনম ইনজেকশন দেয়া হয়। কিন্তু তারা কাউকে না জানিয়েই হাসপাতাল থেকে রোগী নিয়ে ঢাকায় চলে যায়। এখানে আমাদের কোন স্টাফদের গাফিলতি বিশ্বাসযোগ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *