# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৯টি দানবাক্সে এবার মিলেছে ২৮ বস্তা টাকা। সর্বশেষ গত ২০ এপ্রিল দানবাক্সগুলো খুলে পাওয়া গিয়েছিল ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা। আজ শনিবার সকাল ৮টায় ব্রি.জে. তরিকুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, লে. কর্ণেল রিয়াজুল করিম ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এরপর মসজিদের দোতলার সুপরিসর জায়গায় টাকাগুলো ঢেলে গণনার কাজ শুরু করা হয়।
বরাবরের মত এবারও বেশ কিছু বিদেশি মুদ্রা ও সোনা-রুপার অলঙ্কার পাওয়া গেছে। টাকার সঙ্গে এবারও প্রচুর চিরকুট ও চিঠি পাওয়া গেছে। এগুলিতে মানতকারীদের নানারকম মনোবাঞ্ছার কথা লেখা রয়েছে। প্রতি তিন মাস অন্তর দানবাক্সগুলো খোলার নিয়ম থাকলেও এবারের আন্দোলনের কারণে ২৬ দিন বিলম্বে খোলা হলো।
মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, মসজিদের ২৪৫ জন ছাত্র-শিক্ষক, রূপালি ব্যাংকের ৭০ জন স্টাফ মিলে টাকা গণনার কাজ করে যাচ্ছেন। ছাত্র-শিক্ষকরা টাকাগুলো মান অনুযায়ী আলাদা করছেন। সেগুলি ব্যাংকের স্টাফরা আলাদা আলাদা বান্ডেল বাঁধছেন। এরপর গণনা মেশিনে গণনা করা হচ্ছে। গণনা শেষে এসব টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা রাখা হয়। সার্বিক তদারকি ও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১২ জন ম্যাজিস্ট্রেট, ৩০ জন সেনা সদস্য, ১৫ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য।
কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে মনোরম পরিবেশে গড়ে ওঠা এই মসজিদে দেশ-বিদেশের নানা ধর্মের মানুষ অনুদান পাঠায়। প্রতি জুমার দিন দেশের নানা জেলার প্রচুর মানুষ এখানে নামাজ আদায় করে অনুদান দিয়ে যান।