• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে জাতীয় ভোটার দিবস

কিশোরগঞ্জে জাতীয় ভোটার দিবস

মোস্তফা কামাল :

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্য নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে কিশোরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ সোমবার শহরের পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশানসের সহযোগিতায় জেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। এরপর কালেক্টরেট প্রাঙ্গনে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শিহাব উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেত্রী বিলকিস বেগম, ক্যাব সম্পাদক মনোয়ার হোসেন রনি প্রমুখ। সভায় জানানো হয়, এখন থেকে যাদের স্মার্ট আইডি কার্ড আসবে, তাদেরকে প্রতি কার্য দিবসেই জেলা নির্বাচন কার্যালয় থেকে কার্ড সরবরাহ করা হবে। এছাড়া এখন নতুন ভোটার হওয়ার কার্যক্রম আগের তুলনায় অনেক সহজতর হয়েছে। কাজেই যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা যেন দ্রুত ভোটার হয়ে নেন। কারণ ভোটার হবার সময় তাদেরকে জাতীয় পরিচয়পত্রও দেয়া হবে, যেটা এখন ব্যাংক হিসাব খোলা এবং জমি কেনাবেচা থেকে শুরু করে নানারকম কাজ করতে গিয়ে প্রয়োজন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *