• বুধবার, ০১ মে ২০২৪, ০৮:১০ অপরাহ্ন |
  • English Version

ইটনায় চায়ের দোকান বসানো নিয়ে সংঘর্ষে এক যুবক খুন, আহত ৩০

ইটনায় চায়ের দোকান বসানো নিয়ে
সংঘর্ষে এক যুবক খুন, আহত ৩০

# মোস্তফা কামাল :-

ইটনা উপজেলার আমিরগঞ্জ শান্তিপুরের হাটে চায়ের দোকান বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে নূর উদ্দিন (৩১) নামে এক যুবক খুন হয়েছেন। উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত নূর উদ্দিন ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর গ্রামের সুরুজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপুর গ্রামের পাশেই আমিরগঞ্জ বাজার। এখানে রোববার গরু হাট বসে। হাটে একটি চায়ের দোকান বসানো নিয়ে আজ (২১ জুন) রোববার সকাল সাড়ে নয়টার দিকে এলাকার মোনায়েম খাঁ ও ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মো. শাহাবুদ্দিনের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। মোনায়েম খাঁর লোকদের সঙ্গে লিপ্ত হলে শাহাবুদ্দিনের পক্ষের নূর উদ্দিন টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আর উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হন। ১২ জনকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার এড়াতে কিছু আহত রোগী হবিগঞ্জের আজমিরিগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে বলেও জানা গেছে। বিবদমান দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্যসহ নানা বিষয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে। এর আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছে।
ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান (বিপিএম) জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর দায়ীরা পলাতক আছেন। তবে গ্রেফতারে অভিযান চলছে। আর নিহতের লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *