• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন |
  • English Version

কুলিয়ারচরে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

# শাহীন সুলতানা :-
“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা মো. ওমর ফারুক, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম তার বক্তব্যে বলেন, সারাদেশের ন্যায় গত ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *