# নিজস্ব প্রতিবেদক :-
বিদ্যুৎ লাইন অনেক সময় জনজীবনের জন্য বিপজ্জনক হয়ে ওঠতে পারে। আবার বিদ্যুৎ লাইন নিজেও অনেক সময় বিপদাপন্ন হয়ে উঠতে পারে। উভয় কারণেই বিদ্যুৎ বিভাগ মাঝে মাঝে মাইকিং করে কয়েক ঘন্টার জন্য বিদুৎ সঞ্চালন বন্ধ করে বিদ্যুৎ লাইনের আশেপাশে যেসব গাছপালা রয়েছে, সেগুলির ডালপালা কেটে পরিষ্কার করে। কিন্তু মাঝে মাঝেই দেখা যায়, আবাসিক এলাকায়, হাসপাতাল বা ক্লিনিক এলাকায় বাতাসের ঝাপটায় উড়ে এসে কাপড়চোপর ঝুলে থাকে বিদ্যুৎ লাইনের ওপর। এগুলি তো অনিচ্ছাকৃত ঝুঁকি। এগুলিও পরিষ্কার করতে হয়।
কিন্তু দেখা গেছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্লাকার্ড ঝোলানো হয়েছে! এটিও করা হয়েছে খোদ জেলা শহরের ব্যস্ততম গৌরাঙ্গবাজার সেতুর ওপর। সেখানে আজ ৯ জুন রোববার সকালে গিয়ে দেখা গেছে, শহরতলির করমুলি বাজারের একটি সাউন্ড সিস্টেমের প্রতিষ্ঠান বিদ্যুৎ লাইনে জিআই তার দিয়ে বেঁধে তাদের বিজ্ঞাপনী প্লাকার্ড ঝুলিয়েছে। এতে তাদের সার্ভিসের বর্ণনা এবং মোবাইল নম্বর দেওয়া আছে।
ওই এলাকার একজন হকার শাকিল মিয়া জানালেন, বেশ কয়েকদিন আগে এটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরকম একটি ব্যস্ত এলাকায় প্লাকার্ডটি প্রতিদিন হাজার হাজার পথচারীর চোখে পড়ছে, কিন্তু বিদ্যুৎ বিভাগের খোঁজ নেই। অথচ এই সেতুর ওপর দিয়ে প্রতিদিনই বিদ্যুৎ বিভাগের কর্মীরা গ্রাহকদের অভিযোগ মেটাতে মই নিয়ে অনেকবার যাতায়াত করছেন।
কিশোরগঞ্জ জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদকে এ ব্যাপারে জানালে তিনি বলেন, এটি মামলা দেওয়ার মত অপরাধ। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।