• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাংলাদেশে টেকসই চামড়া খাত গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-
সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন- এ স্লোগানকে ধারণ করে প্রকৃত ও পরিবেশ সংরক্ষণে বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রকৃত ও জীবন ফাউন্ডেশন। চামড়া ব্যবহারে পাদুকা সেক্টরে উদ্যোগ গ্রহণ ও চামড়া বর্জ্য নষ্ট না করে রিসাইক্লিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে ব্যবহারযোগ্য বিভিন্ন পণ্য তৈরির বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজ ৩০ মে বৃহস্পতিবার ভৈরব পৌর শহরের জান্নাত রেস্টুরেন্ট রিসোর্ট সেন্টারে অ্যালায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়নমেন্টাল ইমপেক্ট এন্ড রাইটস এট লেদার সেক্টর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির সার্বিক বিষয়াদী নিয়ে আলোচনা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের হেড অব ইভেন্ট খন্দকার আহমেদ শাহিদ ও প্রোগ্রাম কোঅডিনেটর খাইরুল আনাম। কর্মসূচীর উদ্দেশ্য নিয়ে তারা বক্তব্যে বলেন, বাংলাদেশে একটি টেকসই চামড়া খাত গড়ে তোলার লক্ষ্যে শ্রমিকদের জীবনযাত্রার মানের উন্নতি করা। চামড়া উৎপাদন খাত ও ট্যানারির পরিবেশগত সমস্যার জন্য সচেতনতা বৃদ্ধি পরিবেশগত মান রক্ষার বিষয়ে শ্রমিক, মালিকপক্ষ ও রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের মাঝে সচেতনতা তৈরী করা।
বেসরকারি উন্নয়ন সংস্থা সাদ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম. মতিউর রহমান সাগর এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সমাজসেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লা, এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান আমিন, পাদুকা মালিক সমিতির সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক আল আমিন, জাতীয় মহিলা সংস্থা ভৈরব শাখার চেয়ারম্যান মেহের নিগার শিখা, পপির এসইপি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বাবুল হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *