• সোমবার, ১৩ মে ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন |
  • English Version

ঈদ বাজারে নকল পণ্যের পসরা

প্রকাশ্যেই বিক্রি হচ্ছে শিশুদের নকল ব্র্যান্ডের জুতা -পূর্বকণ্ঠ

ঈদ বাজারে নকল
পণ্যের পসরা

# নিজস্ব প্রতিবেদক :-
ঈদ, পূজা ও বাংলা নববর্ষসহ বিভিন্ন বড় বড় উসবকে কেন্দ্র করে বাজারে অনেক নকল পণ্যের আমদানি বেড়ে যায়। দামি পণ্যের যেমন নকল হচ্ছে, আবার নিম্ন আয়ের মানুষদের পণ্যেরও নকল হচ্ছে। নিম্ন আয়ের মানুষদের নকল পণ্য বরং বেশিই পাওয়া যায়।
কিশোরগঞ্জের বাজারে প্রকাশ্যেই দেখা গেছে, ফুটপাতে ইংরেজিতে ‘ইনন্ডিয়া’ লেখা শিশুদের জুতা বিক্রি হচ্ছে। কোনটায় লেখা রয়েছে ‘ইন্ডিয়ান’। ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলে আবার বলে, এগুলি বাংলাদেশি। কিন্তু নিম্ন আয়ের অল্পশিক্ষিত মানুষেরা এসব পণ্য কেনার সময় কোন কিছু জিজ্ঞাসা না করেই নাম দেখে কিনে নিয়ে যাচ্ছে। তবে দুশ টাকা দাম চাইলেও একশ টাকা বললেই দিয়ে দিচ্ছে। শহরের হারুয়া এলাকার ব্যবসায়ী আব্দুর রশিদকে দেখা গেছে, বাটার মোড়ে নকল নামে শিশুদের কয়েক জাতের জুতার পসরা সাজিয়ে বিক্রি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *