• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলায় চেয়ারম্যানসহ আসামি ২৩, গ্রেপ্তার ৪ হোসেনপুরে রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারও গ্রামবাসী ভৈরবে শতাধিক বয়স্ক রিকশা ও ভ্যান চালকের মাঝে ওসি সফিকুল ইসলামের খাদ্য সহায়তা প্রদান ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫ গরমে গরিবের এসি যেন মাটির ঘর ভৈরবের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও শিশু সংগঠক শরীফ উদ্দিন আহমেদ জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

ভৈরবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ৬০ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ ১৯ মার্চ মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে পৌর শহরের ভৈরবপুর মনামরা ব্রীজ সংলগ্ন ইনকামিং ৩০ ব্রিজের পশ্চিম পাশের এলাকায়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে জানা যায়, আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ইচ্ছাকৃত কাটা পড়েন। এতে তার দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে তাৎখনিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শী পঞ্চবটি এলাকার মঞ্জু মিয়া জানান, আমি আশুগঞ্জ থেকে রেল লাইনের পাশ দিয়ে হেটে আসছিলাম। হঠাৎ দেখি একটি লোক রেল লাইনের পাশে বসে আছে। তখন তিতাস ট্রেনটি আসছিল। আমি তখন ওই লোকটিকে ডাকাডাকি করে বলেছিলাম ট্রেন আসছে। কিন্তু ওই লোকটি আমার ডাকে কোন সাড়া দেয়নি। আমার ধারণা ইচ্ছাকৃত ভাবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জেনেছি অজ্ঞাত বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেছে। তার পরিচয় সনাক্তের কাজ করছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *