• রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন |
  • English Version

নিকলীতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৪ লক্ষ টাকা জরিমানা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের নিকলীতে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে ২ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৫ মার্চ মঙ্গলবার উপজেলা জারইতলা ইউনিয়নের সাজনপুর এলাকার মো. আবুবক্কারকে ২ লক্ষ টাকা আর মো. হারুন মিয়াকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নিকলী উপজেলা কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নিকলী থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *