• রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন |
  • English Version

বাজিতপুর পৌরসভার রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) অংশীদারিত্বে একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
১৭ ডিসেম্বর রোববার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের শিল্পপতি সানাউল্লাহ মিয়ার বাড়ি হতে বাজিতপুর উপজেলা পোস্ট অফিস পর্যন্ত ৭৭০ মিটার আরসিসি রাস্তা পুননির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ ।
এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তুফা কামাল, সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম. ৮নং ওয়ার্ড কাউন্সিলর শওকত মিয়া ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম জানান, পৌরসভার দড়িকান্দি এলাকাবাসীর বহুদিনের দাবী ছিল রাস্তা সংস্কার করা । ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয় সরকার (এলজিসিআরআরপি) অংশীদারিত্বে ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৭৭০ মিটার আরসিসি রাস্তা কাজ করা হবে। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রাতু এন্টারপ্রাইজ ও মেসার্স হাজী কনস্ট্রাকশন রাস্তার উন্নয়ন কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *