• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতার লিজ নেয়া জলমহাল বিএনপি নেতার দখলের অভিযোগ ভৈরবে যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্চু গ্রেপ্তার ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনার মূল্য বৃদ্ধিতে বিক্রি হ্রাস আশঙ্কাজনক বিক্রি বেড়েছে বিকল্পের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক নির্বাচনী রোডম্যাপের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মিছিল

বাজিতপুরে জাতীয় শোক দিবস অনুষ্ঠানে পরিবর্তনের শপথ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের শপথ।
গত ১৮ আগস্ট শুক্রবার বিকেলে দিঘীরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী লীগের পাঁচ মনোনয়ন প্রত্যাশীরা পরিবর্তনের স্লোগান দিয়ে বক্তব্য দেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে নিয়ে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেনের পাশাপাশি আরো ছয়জন মনোনয়ন প্রত্যাশী মাঠ চষে বেড়াচ্ছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য আফজাল হোসেনের পরিবর্তন চেয়ে ছয়জন মনোনয়ন প্রত্যাশীরা এক মঞ্চে উঠেছিল। সে জোট এখনো আছে তবে সংযোজন বিয়োজন হয়েছে। তাদের একজন মুক্তিযোদ্ধা আবুল মনসুর বাদল ইন্তেকাল করেছেন। অন্য একজন বাজিতপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলাউল হক একক ভাবে সভা সমাবেশ করছেন। অন্য দিকে এই জোটে যোগ হয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল। বাজিতপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল শারীরিক ভাবে কিছুটা অসুস্থ হওয়ায় তার ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী লীগ নেতা শেখ রফিকুন্নবী সাথী মনোনয়ন মনোনয়ন চাইবেন।
জাতীয় শোক দিবসের আলোচনা সভা পাঁচ মনোনয়ন প্রত্যাশী বক্তারা বলেন, ১৪ বছরে আওয়ামী লীগ সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করলেও বাজিতপুর-নিকলী উপজেলায় এর তেমন ছোয়া লাগেনি। বর্তমান এমপি অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও আত্মীয় করনে প্রকৃত আওয়ামী লীগ কোনঠাসা। নব্য আওয়ামী লীগ ও তার আত্মীয়-স্বজন কাছে বাজিতপুর-নিকলীর মানুষ জিম্মি। দলের ত্যাগী নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। তারা চাই পরিবর্তন, সাধারণ মানুষেরাও চাই পরিবর্তন। নৌকার জয় নিশ্চিত করতে পাঁচ মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন।
এই সময় অন্য বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে আসনটিতে নৌকার প্রার্থীর পরিবর্তন আনতে হবে। বর্তমান সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হলে নৌকার ভরাডুবি হবে।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন মাস্টারের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ নূরুন্নবী বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ফারুক আহাম্মদ, প্রবীণ নেতা অ্যাডভোকেট আবদুল লতিফের ছেলে ব্যারিস্টার মো. রফিকুল ইসলাম মিল্টন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জল, বাজিতপুর উপজেলা কৃষক লীগের সভাপতি ডা. আজগর আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রফিকুন্নবী সাথী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আরকান মিয়া, মোস্তাফিজুর রহমান রাজু, বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বাজিতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *