• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক বৈশাখের নতুন ধানে ভরপুর ভৈরবের মোকাম ক্রেতা কম থাকায় দুশ্চিতায় বিক্রেতারা ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী

ভৈরবের দুই ইউনিয়নে মসজিদের কমিটি ও ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৪০

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মসজিদের নতুন কমিটি গঠন ও ইমাম নিয়োগ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষে পৃথক ঘটনায় দুই পক্ষের আনুমানিক ৪০ জন আহত হয়েছে। এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ২৬ মে শুক্রবার উপজেলার কালিকাপ্রসাদে সকাল নয়টা ও আগানগর ইউনিয়নের নবীপুর এলাকায় জুম্মার নামায শেষ এই দুটি ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ১৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে এবং ১ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে কালিকাপ্রসাদ খাঁন বাড়ি জামে মসজিদের নতুন কমিটির সভাপতি নিয়োগ নিয়ে শুক্রবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এলাকার খাঁ বাড়ি বংশের জায়গায় মসজিদটি অনেক বছর আগে নির্মাণ করা হয়। ২০১৯ সাল থেকে খাঁ বাড়ির বংশের কবির খাঁন এই মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এই কমিটির মেয়াদ শেষ হলে গত কয়েকদিন আগে কবির খাঁনকে পুনরায় সভাপতি করে এলাকাবাসী। কিন্ত প্রতিপক্ষ মুরাদ খাঁনসহ কাউছার, আলাউদ্দিন মিয়া গংরা কবির খাঁনকে পুনরায় সভাপতির দায়িত্ব দিতে বাধা দেয়। এ নিয়ে আজ দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয়। এসময় প্রতিপক্ষরা কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপরদিকে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর মসজিদের ইমাম নিয়োগ নিয়ে শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। এলাকার নসব আলী বাড়ি ও বাবইরার বাড়ির বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। নসব আলীর বাড়ির লোকজন আ. আওয়াল নামের একজন ইমামকে মসজিদে নিয়োগ দিয়েছে কিন্ত বাবইরার বাড়ীর লোকজন তার নিয়োগ মানতে রাজী নয়। এ নিয়ে আজ জুম্মার নামাজের পর দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাটি ঘটে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ধর্মীয় বিষয় নিয়ে দুটি ঘটনা ঘটে। কালিকাপ্রসাদে মসজিদের কমিটির নতুন সভাপতি নিয়ে এবং নবীপুরে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে এই ঘটনা। খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *