• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

নাজমুল হাসান পাপনের সাথে ভৈরব পৌর মেয়র ও কাউন্সিলরদের ঈদ শুভেচ্ছা বিনিময়

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু ও ১২টি ওয়ার্ডের ১২ জন কাউন্সিলর। ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় আলহাজ্ব নাজমুল হাসান পাপনের ঢাকা বেক্সিমকো অফিসে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় এক আলোচনা সভায় আলহাজ্ব নাজমুল হাসান পাপন ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে কাউন্সিলরদের কাছ থেকে মতামত নেন। তাছাড়া পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু ভৈরবের প্রয়োজনীয় উন্নয়ন কাজে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় থাকা পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি মো. দ্বীন ইসলাম বলেন, আলহাজ্ব নাজমুল হাসান পাপন মহোদয়ের সাথে ভৈরবের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আইনশৃ্ঙ্খৃলাসহ আমাদের করণীয় কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব পৌরসভা ও উপজেলার আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক অবস্থান বিষয়ে আলোচনা হয়েছে। দলীয় কোন্দল মিটিয়ে নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে সংসদ নির্বাচনে স্বতস্ফুর্তভাবে কাজ করার আহ্বান জানান এমপি মহোদয়।
পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, আমাদের এমপি মহোদয় আগামী জুন মাস থেকে ভৈরবের উন্নয়নে বিভিন্ন বরাদ্ধ দিবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। ভৈরবের উন্নয়ন কাজে ও ব্যবসায়ীক বন্দরের কিছু কাজ বাকী রয়েছে যা নির্বাচনের আগেই এমপি মহোদয় শেষ করে দিবেন বলে জানিয়েছেন। আমরা ১২টি ওয়ার্ডের সার্বিক বিষয় ও উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেছি।
ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু’র নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন সৈকত, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোমিনুল হক রাজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল হক শিমুল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ফজলু মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিন্টু মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল্লাহ নিয়াজ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোমেন মিয়া, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. মানিক মিয়া ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম মিয়া। মতবিনিময় সভার আগে কাউন্সিলরগণ স্থানীয় সংসদ সদস্যের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *