• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে স্ট্যান্ডার্ড নার্সিং ইনস্টিটিউট এর খাদ্য মেলা

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি স্ট্যান্ডার্ড নার্সিং ইনস্টিটিউট এর ছাত্রীদের আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় ভৈরব পৌর শহরের শহীদ আইভি রহমান স্টেডিয়াম মোড় সাজেদা আলাল জেনারেল হাসপাতালে এ মেলাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব ডক্টরস্ ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ্ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন মাদবর, শিমুলকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডা. সালাহ উদ্দিন চৌধুরী, ভৈরব সরকারি হাজী আসমত কলেজ প্রভাষক মো. মাজহারুল ইসলাম, ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ প্রভাষক মো. বাবুল মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. মো. সোহাগ, ডা. মাসুদ রানা, ডা. মোশারফ হোসেন, নার্সিং সুপার ভাইজার আছিয়া খাতুন প্রমুখ।
আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সালামিন, ফোর ব্রাদার্স এন্টারপ্রাইজ স্বত্ত্বাধিকারী মো. জিয়াউল ইসলাম।
আলোচনা শেষে অতিথিবৃন্দ নার্সিং ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত কার্বোহাইডেট ও প্রোটিন জাতীয় প্রায় ২শ’র অধিক খাদ্যের পসরা সাজিয়ে বসা স্টল পরিদর্শন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *