• শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ছিল ৭ প্লাটুন বিজিবি সদস্য কিশোরগঞ্জে সোহেল আওলাদ ও জুটন জয়ী কারচুপির অভিযোগ করে জয়ীকে শুভেচ্ছাও দিলেন “সন্দেহের তীর প্রতিবেশী জাহাবীর দিকে” ২৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুল ছাত্রী মেঘলার কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছে আবুল হোসেন লিটন ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত পাকুন্দিয়ায় নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ, ভোট পুনঃগণনার দাবি রেনু’র জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনায় পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কুলিয়ারচরে জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় চারটি মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা বিমল গ্রেপ্তার

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরি হওয়া চারটি মোটরসাইকেল উদ্ধারসহ বিমল মিয়া ওরফে বিপ্লব (৩৯) নামের চোরচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। ১৮ মার্চ শনিবার দিবাগত রাতে উপজেলার আদিত্যপাশা গ্রামের মো. বোরহান উদ্দিন ওরফে কাজলের বাড়িতে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। বিমল ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপনে খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই মহসিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার রাত ১০টার দিকে উপজেলার আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা বোরহান উদ্দিনের ছেলে বিমলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া বিমল তার চক্রের সদস্যদের নিয়ে মোটরসাইকেল চুরির ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করেন। বিমল জানায়, তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরাই চক্রের মূলহোতা হিসেবে কাজ করে আসছেন। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে তার বাড়িতে রেখে গোপনে বিক্রি করে আসছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বোরহান উদ্দিনের বাড়ি থেকে চারটি মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা বিমলকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি চোরচক্রের ৩/৪ জন সদস্য পালিয়ে যায়। তাকে আজ ১৯ মার্চ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *