• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন |
  • English Version

সুবিধা ভোগ করার আগেই অকেজো! কুলিয়ারচরে মুখ থুবড়ে পড়ে আছে তিনটি ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স

# মুহাম্মদ কাইসার হামিদ :-
“সেবা নিন, সুস্থ থাকুন”-এমন শ্লোগানে গ্রাম অঞ্চলের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইউনিয়ন পর্যায়ে চালু করা হয়েছিল ব্যাটারি চালিত ইজিবাইক ‘ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স’। প্রত্যন্ত অঞ্চলের মানুষ এসব অ্যাম্বুলেন্সের সুবিধা ভোগ করার আগেই অকেজো হয়ে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ১০ জুলাই ২০১৭-২০১৮ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাপুর, ২নং রামদী ও ৭নং ফরিদপুর ইউনিয়নে তিনটি ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স বিতরণ করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ। দুই থেকে আড়াই লাখ টাকা ব্যয়ে তৈরি করা এক একটি অ্যাম্বুলেন্সের ছাদে ঘূর্ণায়মান লাল আলোর বিচ্ছুরণের জন্য লাগানো হয়েছিল সাইরেন হর্ন। আর ভিতরে ছিল তিন সিট বিশিষ্ট প্রসূতি শুয়ে-বসে থাকার সু-ব্যবস্থা। রোগীদের শরীর ঠা-া রাখার জন্য অ্যাম্বুলেন্সের ভিতরে লাগানো ছিলো ব্যাটারী চালিত পাখা। রোগীদের আলো থেকে সুরক্ষা দিতে অ্যাম্বুলেন্সের চার দিকে লাগানো ছিলো সাদা রংয়ের পর্দা। এত সাজসজ্জা বিশিষ্ট অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে সহজেই রোগী আনা নেয়া করাসহ দেখভালের জন্য নিয়োজিত ছিলোনা কোন লোক কিংবা চালক। বেতনভুক্ত নির্দিষ্ট কোনো চালক না থাকায় কখনো গ্রাম পুলিশ আবার কখনো স্থানীয়দের দিয়ে কয়েক দিন পরিচালনা করা হয়েছিলো অ্যাম্বুলেন্সগুলো। এরপর থেকে রক্ষণাবেক্ষণ ও চালকের অভাবে এ্যাম্বুলেন্সগুলো এখন পর্যন্ত মুখ থুবড়ে পড়ে আছে বিভিন্ন জায়গায়। চালক না থাকায় ৪ বছর যাবৎ এসব অ্যাম্বুলেন্স খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পড়ে থেকে মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। চালকের ব্যবস্থা না করে সরকারের এতটাকা ব্যয় করে ইউনিয়ন পরিষদ গুলোতে দেওয়া অ্যাম্বুলেন্সগুলো বর্তমানে জনসাধারণের কোন কাজেই আসছেনা। সচেতনদের দাবি চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্সগুলো পুনরায় চালু করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *