• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও আলোচনা

কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস
দিবসে র‌্যালি ও আলোচনা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৪ নভেম্বর সোমবার সকালে ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গন থেকে জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। পরে হাসপাতাল সম্মেলন কক্ষে সমিতির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামসহ সমিতির কার্যকরি কমিটির সদস্য অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশীল কুমার শীল, সদস্য বাদল রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, ডা. মোশারফ হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, রতন বসাক, সামিউল হক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জাননো হয়, বিশ্বে শতকরা ১০ ভাগ মানুষ, অর্থাৎ ৪৩ কোটি ৭০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আর বাংলাদেশে আক্রান্ত ৮৪ লাখ। এর মধ্যে বারডেমসহ বিভিন্ন ডায়াবেটিক সমিতিতে নিবন্ধিত আছেন ৫০ লাখ। বিশ্বে ৫০ ভাগ ডায়াবেটিস রোগিই তার রোগ সম্পর্কে অবহিত নন বলে জনানো হয়েছে। প্রধানত ফাস্টফুড এবং চর্বি জাতীয় খাবার বেশি গ্রহণ করলে, কায়িক শ্রম না করলে, নিয়মিত বেয়াম না করলে এবং স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস হলে চোখ, কিডনি, হৃদযন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। তবে ডায়াবেটিস হলেই আতঙ্কিত হবার কিছু নেই। বরং সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত কায়িক শ্রম ও বেয়াম এবং সঠিক চিকিৎসা গ্রহণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং এরা দীর্ঘজীবী হন বলে আলোচকগণ মন্তব্য করেছেন। ডায়াবেটিসের জন্য বিভিন্ন ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ ওষুধ ইনসুলিন উদ্ভাবিত হয়েছে। অনেক আধুনিক ডিভাইস তৈরি হয়েছে, যার মাধ্যমে সহজে রক্তে সুগারের মাত্রা নিরূপণ করে সহজ উপায়ে সঠিক মাত্রার ইনসুলিন গ্রহণ করা যায়। এছাড়া প্রতি কর্মদিবসে সকাল ১১টায় ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিস সম্পর্কে বিশেষজ্ঞদের বক্তৃতার আয়োজন করা হয়। এসব বক্তৃতা মনযোগ সহকারে শোনার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *