• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের উভয় গ্রুপে করিমগঞ্জ চ্যাম্পিয়ন

খেলোয়াড়দের মাঝে অতিথিগণ ট্রফি বিতরণ করছেন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও
বঙ্গমাতা ফুটবলের উভয়
গ্রুপে করিমগঞ্জ চ্যাম্পিয়ন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা পর্যায়ে আজ ২৮ সেপ্টেম্বর বুধবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত উভয় খেলায় করিমগঞ্জ চ্যাম্পিয়ন এবং উভয় খেলায় সদর উপজেলা রানার্সআপ হয়েছে। সোমবার থেকে জেলার ১৩ উপজেলার মেয়েদের ১৩টি এবং ছেলেদের ১৩টি দলের মধ্যে জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছিল। আজ হয়েছে ফাইনাল খেলা। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে করিমগঞ্জের উত্তর আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ও সদর উপজেলার যশোদল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলের মধ্যে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে করিমগঞ্জ দল ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বঙ্গমাতা ফুটবলে করিমগঞ্জের নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল সদর উপজেলার মহিনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলাশেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর মধ্যে ট্রফি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *