করিমগঞ্জে পুকুরে ডুবে শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের রমজান আলী শিশুকন্যা খাদিজা (২) এবং রমজানের ভাই কাঞ্চন মিয়ার শিশুপুত্র আনার (২) শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খেলা করতে গিয়ে সবার অলক্ষ্যে বাড়ির পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তাদের পাওয়া যায়নি। অবশেষে বিকাল ৫টার দিকে পুকুরে তারা ভেসে উঠলে দ্রুত জেলা শহরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।