• সোমবার, ১৩ মে ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের হাওরে ৪ দিনের সফরে রাষ্ট্রপতি এখন মিঠামইনে

কিশোরগঞ্জের হাওরে
৪ দিনের সফরে রাষ্ট্রপতি
এখন মিঠামইনে

# নিজস্ব প্রতিবেদক :-

নিজ জন্মমাটি হাওর জনপদে বেড়ে ওঠা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৪ দিনের সফরের প্রথম দিন আজ ২২ আগস্ট সোমবার নিজ উপজেলা মিঠামইনে পৌঁছেছেন। তিনি রাজধানী থেকে বিমান বাহিনীর এমআই-১৭ ভিভিআইপি হেলিকপ্টারযোগে বিকাল ৩টা ৪৮ মিনিটে মিঠামইনের হেলিপ্যাডে অবতরণ করেন। এসময় রাষ্ট্রপতিকে তার বড় সন্তান স্থানীয় এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. রাসেল শেখ পিপিএম (বার), জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ বরণ করেন। এরপর তিনি ডাকবাংলোতে গার্ড অফ অনার গ্রহণ করেন। রাষ্ট্রপতির সফরসঙ্গি হিসেবে এসেছেন কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন, রাষ্ট্রপতির সন্তান রাসেল আহমেদ তুহিন, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির এডিসি স্কোয়াড্রন লিডার ওয়ালিউল ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন প্রমুখ। রাষ্ট্রপতি সন্ধ্যায় মিঠামইন সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। রাতে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন পরিদর্শন করবেন। এদিন বিকাল ৩টায় অষ্টগ্রাম গিয়ে সেখানকার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করবেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *