• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক বৈশাখের নতুন ধানে ভরপুর ভৈরবের মোকাম ক্রেতা কম থাকায় দুশ্চিতায় বিক্রেতারা ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী

কিশোরগঞ্জের ঈশাঁখা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা

বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের ঈশাঁখা
বিশ্ববিদ্যালয়ে জাতীয়
শোক দিবসের আলোচনা

# নিজস্ব প্রতিবেদক :-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৬ আগস্ট মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, হোসেনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, আইন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার লাকি, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আফরোজা সুমী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ফয়েজ উমান খান, আইন বিভাগের ছাত্র মেহেদী হাসান তুষার, খন্দকার সাফায়েত উল্লাহ আশিক ও শাহরিয়ার চৌধুরী ইমন, ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী তানিয়া আক্তার স্মৃতি প্রমুখ। বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ ভূঁইয়া।আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ -পূর্বকণ্ঠ
উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত সাদামাটা মানুষ। তিনি সবাইকে বিশ্বাস করতেন। তাকে কোন বাঙালি মেরে ফেলবে, একথা কখনও বিশ্বাসই করতেন না। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে বঙ্গমাতার অবদান এবং সহযোগিতার কথাও সবসময় স্বীকার করতেন। বঙ্গবন্ধু না জন্মালে এত সহজে আমরা স্বাধীনতা পেতাম না। তিনি শিক্ষার্থীদে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনি পাঠ করার জন্য পরামর্শ দিয়েছেন।
অন্যান্য বক্তা বলেছেন, বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে জীবনের ১৪টি বছর কারাগারে কাটিয়েছেন। তিনি ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। বঙ্গবন্ধুই প্রথম স্বাধীনতার জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, উদ্বুদ্ধ করেছেন এবং স্বাধীনতা উপহার দিয়েছেন। আর সেই কারণেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে গ্রহণ করেছে। আর এই ভাষণ বিশ্বের সকল পরাধীন এবং নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে বলেও ইউনেস্কো ভাষণের বিশ্লেষণে বলেছে। বঙ্গবন্ধু যে সময় যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার কাজে হাত দিয়েছিলেন, তখনই কিছু ক্ষমতালিপ্সু পাকিস্তানি ভাবধারার উছৃংখল সেনা সদস্য মোস্তাক-জিয়ার ইন্দনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এবং আদর্শিকভাবেও দেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করে। বিশ্বে অনেক রাষ্ট্রনায়ক আততায়ীর হাতে খুন হয়েছেন। কিন্তু শিশুসন্তান রাসেলসহ গোটা পরিবারকে মেরে ফেলার এরকম জঘণ্যতম ঘটনা বিশ্বে আর ঘটেনি। ঘাতকরা জঘণ্য পদক্ষেপ হিসেবে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার পথ রোধ করে খুনিদের রক্ষার চেষ্টা করেছে। তাদের বিভিন্ন দেশে আশ্রয় দিয়েছে, প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত রক্ষা পায়নি। বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতকদের বিচার করেছেন। অনেকের মৃত্যুদ- কার্যকর হয়েছে। অনেকেই বিদেশে পালিয়ে আছেন। তাদেরকেও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য বক্তাগণ দাবি জানিয়েছেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের জন্য দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *