• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে রাস্তার পাশে ঘর নির্মাণকে কেন্দ্র করে এক বাড়িতে হামলা, আহত ৩

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার পাশে ঘর নির্মাণকে কেন্দ্র করে এক পরিবারের উপর হামলা করে নির্মাণাধীন ঘর ভাংচুর ও মারধোরের অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ আগস্ট উপজেলার জাফরাবাদ গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। হামলায় ওই গ্রামের বুলু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৫) সহ তার স্ত্রী মোছা. মদিনা বেগম (৩০) ও মা আমেনা বেগম (৬৫) গুরুতর আহত হয়।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত দ্বীন ইসলাম অভিযোগ করে বলেন, গত ১৩ আগস্ট দুপুরে আগরপুর-লক্ষ্মীপুর রাস্তা থেকে জাফরাবাদ গ্রামে একটি পারিবারিক রাস্তার পাশে তিনি একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। ওই দিন দুপুরে প্রতিপক্ষ একই গ্রামের আবুল কাশেমের ছেলে বাদল (৫০), বাবুল (৪০) ও ধনু খাঁর ছেলে তাজুল ইসলাম (৫০) সহ ৫/৬ জন লোক হঠাৎ করে এসে রাস্তার পাশে ঘর নির্মাণ কাজে বাঁধা নিষেধ দেয়। তাদের বাঁধা নিষেধ উপেক্ষা করে ঘর নির্মাণ করার সময় প্রতিপক্ষ দ্বীন ইসলামসহ তার স্ত্রী মদিনা ও মা আমেনা বেগম এর উপর হামলা করে তাদের মারধোর করে এবং নির্মাণাধীন ঘর ভাংচুর করে ক্ষতি করে। এসময় এলাকাবাসী আহত ৩ জনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এঘটনায় কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করার পর ১৪ আগস্ট কুলিয়ারচর থানার এসআই আশরাফ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে প্রতিপক্ষের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *