• সোমবার, ১৩ মে ২০২৪, ০৩:২২ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু হত্যার
প্রথম প্রতিবাদকারীদের
ক্রেস্ট দিয়ে সম্মাননা

# নিজস্ব প্রতিবেদক :-

পঁচাত্তরের ১৫ আগস্ট সকালে কিশোরগঞ্জ শহরে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারীদের মধ্যে দু’জনকে সম্মিলিত সামাজিক আন্দোলন ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছে। সেদিন মুক্তিযোদ্ধাসহ ২১ জন তরুণ মুজিব হত্যার পরিনাম, বাংলা হবে ভিয়েতনামসহ নানা রকম শ্লোগান দিয়ে শহর প্রদক্ষিণ করেছিলেন। আজ ১৫ আগস্ট সোমবার সকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রথম প্রতিবাদকারীদের মধ্যে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকার ও সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তুকে ক্রেস্ট প্রদান করা হয়। অশোক সরকারের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল, আর হাবিবুর রহমান মুক্তুর হাতে ক্রেস্ট তুলে দেন উপদেষ্টা অ্যাডভোকেট সামছুন্নাহার কাজল। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত দু’জন ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভূপাল নন্দী, অ্যাডভোকেট শামছুন্নাহার কাজল, সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলফাজ উদ্দিন দীপু, সদস্য অ্যাডভোকেট আল আমিন প্রমুখ। অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকীসহ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *