• সোমবার, ১৩ মে ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন |
  • English Version

ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কৃষক সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ

ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির
প্রতিবাদে কৃষক সংগঠনের
মানববন্ধন ও বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-

ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। আজ ৪ আগস্ট হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তা বাজারে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মো. আলাল মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অজিত দাস, কৃষক নেতা জমির উদ্দিন, শ্রমিক নেতা এবায়দুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে অনেক ফসলেই কৃষকরা উৎপাদন খরচ ওঠাতে পারেন না। এর ওপর প্রতি কেজি ইউরিয়া সারে ৬ টাকা মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন খরচ আরও বেড়ে যাবে। জমিতে ইউরিয়া সারের ব্যবহারই বেশি হয়ে থাকে। ফলে নেতারা কৃষক ও কৃষিকে রক্ষার লক্ষ্যে ইউরিয়াসহ সকল কৃষি উপকরণের মূল্য কমানোর দাবি জানিয়েছেন। তারা দুঃসহ লোডশেডিংয়ের হাত থেকে জনগণকে রক্ষারও দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *