• সোমবার, ১৩ মে ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে ফুটপাত দখলমুক্ত অভিযানে অর্ধশত দোকান উচ্ছেদ, ১১ প্রতিষ্ঠানটিকে জরিমানা

# মোস্তাফিজ আমিন :-

ভৈরব বাজারের ফুটপাত দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযানের দ্বিতীয় দিনে আজ ৪ আগস্ট বৃহস্পতিবার চকবাজার নিউ ও পুরাতন সড়কে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অর্ধশত অস্থায়ী দোকান এবং বিভিন্ন মার্কেটের সামনের রাস্তার অংশ দখল করে রাখা পণ্য উচ্ছেদ করা হয়।
এ সময় ১১ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। আর্থিক জরিমানাসহ সীলগালা করা হয় আজমিরী স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে।
সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পুলিশ প্রশাসনসহ পৌরসভা ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
জনস্বার্থে এই অভিযান সপ্তাহের সোম ও বৃহস্পতিবার অব্যাহত থাকবে। উচ্ছেদ হওয়া সড়ক ও ফুটপাত পুনরায় কেউ দখলে নিলে তাকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল-হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *