• সোমবার, ২০ মে ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

কিশোরগঞ্জে একতা নাট্য গোষ্ঠীর ৩৬ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

আলোচক ও শ্রোতাদের একাংশ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে একতা নাট্য
গোষ্ঠীর ৩৬ বছর পূর্তি ও
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন একতা নাট্যগোষ্ঠীর ৩৬ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা, গীতিনাট্য এবং নৃত্যানুষ্ঠান করা হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের পরিচালক বাবু মানস করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন ও বিশেষ অতিথি পৌর মেয়র মাহমুদ পারভেজ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল, বিশিষ্ট ছড়াকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জাহাঙ্গীর আলম জাহান, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, একতা নাট্যগোষ্ঠীর কর্মকর্তা পল্লব কর প্রমুখ।একতা নাট্যগোষ্ঠীর শিল্পীদের নাচের দু’টি দৃশ্য -পূর্বকণ্ঠ
প্রধান অতিথি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেছেন, সাংস্কৃতিক সংগঠনগুলো সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন সময় তারা জনগণের আন্দোলনেও পরিপূরক ভূমিকা রেখে থাকে। স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান রুখে দাঁড়াতে এবং বঙ্গবন্ধুর প্রতিটি আন্দোলন সংগ্রামেও সাংস্কৃতিক কর্মকাণ্ড সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি একতা নাট্যগোষ্ঠীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং এ ধরনের সংগঠনকে সমাজের সকলের সহায়তা করা উচিত বলে মন্তব্য করেন। বিশেষ অতিথি মেয়র মাহমুদ পারভেজ বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড সমাজে সুষ্ঠু মননশীলতা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি সাংস্কৃতিক কর্মকাণ্ড বর্তমানে মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে একতা নাট্যগোষ্ঠীর শিল্পীদের মনোরম নাচ এবং বাবু মানস করের নির্দেশনায় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে গীতি নৃত্যনাট্য ‘মহুয়া সুন্দরী’ মঞ্চস্থ করা হয়। প্রচুর দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *