• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হাওরের অলওয়েদার সড়ক নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে অষ্টগ্রামে মানবন বন্ধন

অষ্টগ্রাম জিরো পয়েন্টে প্রতিবাদী মানববন্ধন -পূর্বকণ্ঠ

হাওরের অলওয়েদার সড়ক
নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে
অষ্টগ্রামে মানবন বন্ধন

# দেবপদ চক্রবর্তী :-

হাওরের যোগাযোগ বিচ্ছিন্ন তিন উপজেলা অষ্টগ্রাম-মিঠামইন-ইটনার সংযোগকারী অলওয়েদার রোডের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে অষ্টগ্রামে দীর্ঘ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিবদ, ইউপি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, ছাত্র-ছাত্রী, রোভার স্কাউট, গার্লগাইডস, সমাজকর্মিসহ বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ যার যার ব্যানার নিয়ে এ মানববন্ধনে অংশ নেন। আজ ২২ জুন বুধবার বেলা ১১টায় অষ্টগ্রাম জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ প্রতিবাদী মানববন্ধনে নেতৃত্বে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মানিক চন্দ্র দেব, মহিলা ভাইস-চেয়ারম্যান লতিফা হক রত্না প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, হাওরের কৃতি সন্তান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় হাওরের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নে ২০১৫ সালে এই সড়কের নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালে নির্মাণকাজ সমাপ্ত হলে প্রবীনমন্ত্রী শেখ হাসিনা সেইবছর ৩১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখন তিন উপজেলার মানুষ স্থলপথে ১২ মাস চলাচলের সুযোগ পেয়েছে। এই সড়ক নির্মাণে ৫৯০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সড়কে বর্ষার পানির বাধাহীন নির্মগমনের সুবিধার্থে বড় দু’টি সেতুসহ ৬২টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। কিন্তু একটি মহল হাওরবাসীর আশির্বাদ এই সড়কটিকে বন্যার জন্য দায়ী করে অপপ্রচার চালাচ্ছে, যার কোন বাস্তব ভিত্তি নেই। বর্তমানে ভয়াবহ বন্যা চলছে। এই সময়ে যে কেউ গেলেই দেখতে পাবেন, এই সড়কের উভয় পাশে পানির উচ্চতা সমান। এতেই প্রমাণ হয়, বন্যার সময়ও পানি প্রবাহে এই সড়ক কোন বাধা সৃষ্টি করেনি। ভারতের পাহাড়ি ঢলের যে স্রোত কিশোরগঞ্জের হাওরে প্রবেশ করে, তার সঙ্গে আড়াআড়ি নয়, বরং লম্বালম্বিভাবে এই সড়কটি নির্মাণ করা হয়েছে। যে কারণে পানি প্রবাহে এই সড়ক কখনই বাধা সৃষ্টি করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *