• বুধবার, ২২ মে ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ৭ প্লাটুন বিজিবি সদস্য নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন

তাড়াইলের হাফেজ নাদিম সানাবিয়া উলইয়াতে সারাদেশে ৪২তম

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলের গর্ব হাফেজ মো. ইমরান হাসান নাদিম চলতি বছরের কেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর সানাবিয়া উলইয়া (এইচএসসি) সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম বিভাগে মুমতাজ (স্টার মার্ক) পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
জানা গেছে, উপজেলার তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের সাচাইল গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম এর ছোট ছেলে হাফেজ মো. ইমরান হাসান নাদিম বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে (২০২২ সালে) সানাবিয়া উলইয়া পরীক্ষায় অংশ নেন। গত ৩০ এপ্রিল প্রকাশিত ফলাফলে নাদিম ৭টি সাবজেক্টে ৭শ নম্বরের মধ্যে ৬৩৩ নম্বর পেয়ে মুমতায বিভাগে (স্টার মার্ক) প্রাপ্ত হয়ে সারা দেশের পরীক্ষার্থীদের মধ্যে মেধাতালিকায় ৪২তম স্থান অধিকার করেছে।
হাফেজ মো. ইমরান হাসান নাদিম রাজধানী ঢাকার সবুজবাগের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার ছাত্র। তার রোল নম্বর-১০০৫৪১, রেজি নম্বর-৪২৯।
নাদিম এর এই সাফল্যে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা সিব্বির আহম্মেদ কাসেমী গর্ববোধ করে বলেন, হাফেজ নাদিম আহমাদ ভালো ফলাফল করবে জানতাম। তবে সারাদেশের সকল শিক্ষার্থীর মাঝে মেধাতালিকায় ৪২তম অধিকার করবে ভাবিনি। তার এই সাফল্যে আমরা উচ্ছ্বসিত। নাদিমের সাফল্যে আমাদের মাদরাসার সুনাম বয়ে আনবে বলে আমরা মনে করি।
হাফেজ মো. নাদিম জানান, একজন আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ইসলামের আলো সমাজে বিলিয়ে দেয়া আমার একমাত্র লক্ষ্য।
নাদিমের পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম ঢাকার সবুজবাগের আল-ফালাহ মাদরাসায় শিক্ষকতা করেন। তাছাড়াও তিনি দৈনিক বাংলাদেশ সমাচারের তাড়াইল উপজেলা প্রতিনিধির দায়িত্বে আছেন। গৃহিনী মাতা নিজেদের কনিষ্ট সন্তানের কৃতিত্বের জন্য সকলের দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *