• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২২ অপরাহ্ন |
  • English Version

দাম বাড়ালও কিশোরগঞ্জে কোন সয়াবিন তেল নেই বিক্রি হচ্ছে সরিষার তেল

দাম বাড়ালও কিশোরগঞ্জে
কোন সয়াবিন তেল নেই
বিক্রি হচ্ছে সরিষার তেল

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বাজার থেকে সয়াবিন তেল উধাও ঈদের আগে থেকেই। খোলা, প্যাকেটজাত বা বোতলজাত তেল, কোনটাই বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না। অগত্যা বেশি দামের সরিষার তেল কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। সরকারের সঙ্গে আমদানিকারকদের বৃহস্পতিবারের বৈঠকে সয়াবিনের মূল্য পুনর্নিধারণ করা হয়েছে। তাতে বোতলজাত তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৯৮ টাকা। আর ৫ লিটারের বোতল বিক্রি হবে ৯৮৫ টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হবে ১৭২ টাকা।
আজ ৭ মে শনিবার শহরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে কোথাও প্যাকেটজাত, খোলা বা বোতলজাত, কোন সয়াবিন তেলই নেই। দোকানের মূল্য তালিকার বোর্ডের সয়াবিন তেলের কলামে লেখা রয়েছে ‘নাই’। আবার কোন কোন দোকানি জানালেন, কোথাও সয়াবিন তেল না থাকলেও কেউ কেউ গোপনে আগের কেনা বোতলজাত তেল খুলে খোলা তেল হিসেবে বাড়তি দামে বিক্রি করছেন। কারণ বোতলের গায়ে পূর্বের দাম লেখা রয়েছে। এর ফলে বোতল বিক্রি করলে বর্তমানের খোলা তেলের চেয়েও কম দামে বিক্রি করতে হবে। সেই কারণেই তারা চাতুরির আশ্রয় নিচ্ছেন। তবে দোকানে সয়াবিন তেল না পেয়ে ভোক্তাদের ২৬০ টাকা লিটরে সরিষার তেল কিনতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *