• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ ডাকসু-জাকসু নির্বাচনে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে …….. মোনায়েম মুন্না খালেদা জিয়া সাড়ে ৬ বছর জেল খেটেছেন দলটা ধবংস করবেন না …… মোনায়েম মুন্না ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭

ভৈরবে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের দিনব্যাপী সেমিনার ও আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শুক্রবার সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ডাকবাংলোতে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে দিনব্যাপী সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল এর সভাপতিত্বে সেমিনারের আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এ সময় প্রধান অতিথি বলেন, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে সুস্থ ধারার সংস্কৃতির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। তাছাড়া বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিককে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, যদি সততা, আদর্শ, ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে তাহলে তারা সাংস্কৃতিক প্রেমী। আর যারা সাংস্কৃতিক প্রেমী তারা অবশ্যই দেশ প্রেমিক আর তারাই একদিন এগিয়ে যায় সাফল্যের কাছে আর তারা সফলকামও হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সচিব ও বিশিষ্ট সাহিত্যিক মো. আব্দুল মান্নান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, বিশিষ্ট পরিবেশবিদ আবু নাসের খান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, জেলা প্রশাসক মোহাম্মদ শামিম আলম, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুরে আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, সার্কেল এএসপি মো. রেজওয়ান দিপু, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, ভৈরব প্রেসক্লাব সাবেক সভাপতি মো. জাকির হোসেন কাজল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *