• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রধান অতিথির বক্তৃতা করছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে জেলার শিক্ষা
প্রতিষ্ঠানের শীতকালীন
অ্যাথলোটিকস সম্পন্ন

# নিজস্ব প্রতিবেদক :-

জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে কিশোরগঞ্জে তিন দিনের ৪০তম শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জেলা শহরের দু’টি স্টেডিয়াম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বুধবার থেকে ছাত্র-ছাত্রীদের ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও সাইক্লিংসহ খেলাধুলার ১৪টি ইভেন্ট এবং অ্যাথলেটিকসের ৪৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
আজ ৪ মার্চ শুক্রবার বিকালে শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে অ্যাথলেটিকস বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদার সভাপতিত্বে এবং জেলা শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. নাদিরুজ্জামান ও জেলা ক্রীড়া সমিতির আহবায়ক এম আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, এক সময় স্টেডিয়ামসহ বিভিন্ন খেলার মাঠে জমজমাট খেলাধুলা হতো। এখন খেলাধুলার প্রবণতা কমে গেছে। কিশোর-তরুণরা নানাভাবে বিপথগামী হচ্ছে। এর হাত থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলা বাড়াতে হবে। তাহলে তারা জীবনের সঠিক পথে ধাবিত হবে। নির্মল সুগঠিত শরীর ও মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। তবে বর্তমান সরকার খেলাধুলার প্রতি জোর দিয়েছে। সবাইকে এদিকে গুরুত্ব দিতে হবে হবে বলে তিনি মন্তব্য করেন। সভাপতি তার বক্তৃতায় বলেন, অনেক শিক্ষার্থী এই তিন দিনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সবাই হয়ত পুরস্কার পাবে না। কিন্তু অংশ নেওয়াটা সবার জন্যই দরকার। আজকে পুরস্কার না পেলেও অনুশলীন করলে ভবিষ্যতে আরও ভাল ফলাফল আসতে পারে। তিনি তিন দিনের খেলাধুলা ও অ্যাথলেটিস পরিচালনায় যারা সহযোগিতা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ক্রীড়া শিক্ষক ও প্রাক্তণ ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *