• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন |
  • English Version

 কটিয়াদী মানিকখালী কাঁচাবাজার রেলস্টেশনে স্থানান্তর করা হয়েছে

মানিকখালী রেলস্টেশন প্লাটফরমে বসানো হচ্ছে সবজি ব্যবসায়ীদের। -পূর্বকণ্ঠ

 কটিয়াদী মানিকখালী কাঁচাবাজার
রেলস্টেশনে স্থানান্তর করা হয়েছে

# মোস্তফা কামাল #

চলমান করোনা সঙ্কটের কারণে কিশোরগঞ্জের বিভিন্ন্ এলাকায় কাঁচা বাজারগুলো উন্মুক্ত ও খোলামেলা জায়গায় স্থানান্তর শুরু হয়েছে। এর ফলে দোকানিরা নিরাপদ দূরত্ব বজায় রেখে পসরা সাজিয়ে বসতে পারবেন। ক্রেতারাও গায়ে গায়ে লেগে ভীড় না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারবেন। এর ফলে করোনা সংক্রমণের সম্ভাবনাও কম থাকবে। কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারের শাকসবজির দোকানও পাশের রেলস্টেশনের প্লাটফরমে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন বাজার বণিক সমিতির সহ-সভাপতি ওবায়দুল হক সাদেক। বণিক সমিতি এবং এলাকাবাসী সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে প্রতিদিন সবজি বাজার বসবে। আর মূল বাজারে ওষুধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকলেও মুদিসহ আবশ্যক পণ্যের দোকানগুলো সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। ২টার পর এসব দোকান এবং সবজি বাজার বন্ধ হয়ে যাবে। আর মাছ ব্যবসায়ীরা আগের মতই তাদের শেডে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *