• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ শহরের চারটি কাঁচাবাজার খোলা মাঠে স্থানান্তর করা হলো

কিশোরগঞ্জ শহরের জেলা সরণি বালিকা বিদ্যালয় মাঠে কাঁচাবাজার বসানো হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ শহরের চারটি কাঁচাবাজার
খোলা মাঠে স্থানান্তর করা হলো

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা রোগীর সংখ্যা অর্ধশত পার করেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। ঘরে থাকার আহবান আর নিরাপদ দূরত্ব বজায় রাখার আহবান যেন তেমন কাজে আসছে না। বিশেষ করে গ্রাম-শহরের কাঁচা বাজারগুলোতে ক্রেতাদের নিরাপদ দূরত্ব দূরের কথা, উপচে ভীড় কিছুতেই ঠেকানো যাচ্ছে না। এতে দিন দিন করোনা ঝুঁকি আরো বেড়ে যাচ্ছে। ফলে জেলা প্রশাসন জেলা চেম্বারের সহায়তায় অন্তত জেলা শহরের চারটি বড় কাঁচাবাজার খোলা মাঠে স্থানান্তর শুরু করেছে। শহরের বড়বাজার এখন বসছে বত্রিশ এলাকার জেলা সরণি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে। পুরানথানা বাজার বসছে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। কাচারি বাজার বসছে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। আর হারুয়া বউবাজার বসছে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে। এসব মাঠে ব্যবসায়ীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে পসরা সাজিয়ে বসছেন। ক্রেতাদেরও এখন আর গায়ে গায়ে লেগে কেনাকাটা করতে হবে না বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মাঝেও এক ধরনের স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *