• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জের দুই উপজেলা মিঠামইন-অষ্টগ্রামে নির্বাচন হচ্ছে নৌকা প্রতীক ছাড়া

অষ্টগ্রামের একটি কেন্দ্র পরদির্শনে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের দুই উপজেলা
মিঠামইন-অষ্টগ্রামে নির্বাচন
হচ্ছে নৌকা প্রতীক ছাড়া

# নিজস্ব প্রতিবেদক :-

এবার ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে কিশোরগঞ্জের দু’টি হাওর উপজেলা মিঠামইন ও অষ্টগ্রামে নৌকা প্রতীক ছাড়াই আজ ৫ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। নৌকা প্রতীক না থাকায় নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিকের অনুরোধে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এই দুই উপজেলার ১৫টি ইউনিয়নে কোন দলীয় প্রতীক বরাদ্দ রাখেনি। তবে মিঠামইনের ৭টি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অ্যাড. শরীফ কামাল একমাত্র প্রার্থী থাকায় নির্বাচন হচ্ছে বাকি ৬টি ইউনিয়নে। আর অষ্টগ্রামে নির্বাচন হচ্ছে ৮টি ইউনিয়নে। অষ্টগ্রামের ৮ ইউনিয়নে মোট ৪১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মিঠামইনের ৬ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪০ জন চেয়ারম্যান প্রার্থী। এবার বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও দলের অনেকেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। দুই উপজেলায় নিয়মিত আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি বিজিবি এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম দুই উপজেলার বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি প্রতিক্রিয়া জানার জন্য ভোটারদের সঙ্গে কথাও বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *